আইইউবি কখনো কোনো মানুষবিরোধী কার্যক্রম করে না
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)-এ একটি বিশেষ আলোচনা ও সংলাপানুষ্ঠান হয়ে গেল। তাতে প্রায় ৪শ ছাত্র, ছাত্রী অংশ নিয়েছেন ও তারা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। অনেক অধ্যাপক উপস্থিত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)’ ও আইইউবি’র যৌথ আয়োজনে ‘ইয়ুথ ডায়লগ অন প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ নামের সংলাপটি হয়েছে।
সার্বিক সহযোগিতা করেছে জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রগ্রাম (ইউএনডিপি)’র দেশীয় অফিস। তাদের ‘চিটাগাং হিল ট্রাকস ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি ইউএনডিপি বাংলাদেশ’র প্রধান বাস্তবায়ন কর্মকর্তা রবার্ট স্টালম্যান অনুষ্ঠানে অতিথি ছিলেন।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি’র স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে অনুষ্ঠানটি হয়েছে।
প্রধান অতিথি ছিলেন পুলিশের সিটিটিসি’র প্রধান মো. আসাদুজ্জামান বিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান।
পুলিশের সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বিপিএম (বার) বলেছেন, ‘জঙ্গীরা এখন সাইবার স্পেসকে সবচেয়ে অগ্রাধিকার দেয়। সেখানে তারা প্রচার, প্রচারণা চালাচ্ছে। সদস্য সংগ্রহ করছে। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ পথকেই সবচেয়ে প্রাধান্য দিচ্ছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সাইবার স্পেস। এ ক্ষেত্রে আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশ সরকার সাইবার স্পেসে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।’
তিনি বলেছেন, ‘সহিংস চরমপন্থা প্রতিরোধে তরুণ সমাজই সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করে বলে আমাদের পুলিশের সিটিটিসি তরুণদের সচেতন করতে কাজ করছে সারা দেশে।’
আইইউবি রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার আলোচনায় অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে আইইউবি স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেছেন, ‘আমরা খুব গর্বের সঙ্গে বলি, আইইউবির ছাত্র, ছাত্রীদের কখনো কোনো সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হতে দেই না। আমাদের শিক্ষার্থীদের এমন সব নৈতিকতায় মানুষ করি, যাতে তারা মানুষকে ভালোবাসে, সম্মান করে। কখনোই কোনো রাষ্ট্র ও মানুষবিরোধী কার্যক্রমে যুক্ত হয় না।’
আলোচনা করেছেন সিটিটিসি’র ডেপুটি কমিশনার আব্দুল মান্নান, বিপিএম, মুহাম্মাদ হাবিবুন নবী আনিসুর রশিদ; আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভার্নেন্সের সহকারী অধ্যাপক ড. মারুফা আক্তার।
ওএস।