আইডিয়াল কলেজ গভর্নিং বডির জরুরি বৈঠক আহ্বান
জরুরি বৈঠক আহ্বান করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের গভর্নিং বডি। শনিবার (৪ জুন) বিকাল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। কলেজ অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষকের পদত্যাগর দাবিতে শনিবার সকাল থেকে আন্দোলন শুরুর পর গভর্নিং বডি এই সভা আহ্বান করল।
জানা গেছে, গভনিংবডির সভায় কলেজ অধ্যক্ষ্যের পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছিুক গভর্নিং বডির একজন সদস্য জানিয়েছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। এমনকি তাদের পদত্যাগে বাধ্য করা হতে পারে। তবে বৈঠকে সর্বসম্মতিক্রমে পুরো সিদ্ধান্ত নেওয়া হবে।
কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল বলেন, আমরা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিয়েছি। তবে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিকাল ৪টায় গভর্নিং বডির মিটিং আছে। আমরা সেখানেও তাদের পদত্যাগ দাবি করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এর আগে সকাল থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষকের পদত্যাগর দাবিতে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হয়ে ক্যম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। পরে গভনিং বডির আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
শুক্রবার (৩ জুন) কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন>>>
অধ্যক্ষসহ ৩ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী
এনএইচবি/আরএ/