চবিতে স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৬ আগস্ট। এবারও চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এ’ ইউনিটে ১৬ ও ১৭ আগস্ট, ‘সি’ ইউনিটে ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটে ২০ ও ২১ আগস্ট এবং ‘ডি’ ইউনিটে ২২ ও ২৩ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বি-১ উপ-ইউনিটে ২৪ আগস্ট সকালে ও ডি-১ উপ-ইউনিটে একইদিন দুপুরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (১৮ মে) চবির ভর্তি সংক্রান্ত ৩য় সভার সুপারিশক্রমে এবং মঙ্গলবার (২৪ মে) ভর্তি কমিটির সভার ২ নম্বর সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত হয়।
ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১৫ জুন বেলা ১১টায়। তা চলবে ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১৫ জুন বেলা ১১টা থেকে ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
এসআইএইচ