তরুণ প্রজন্মকে গবেষণামুখী করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে : ড. শিরীণ আখতার
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের অন্যতম প্রধান ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র কিংবদন্তী অধ্যাপক-গবেষক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ ও ‘চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)’র যৌথ আয়োজনে একদিনের ‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ হয়ে গেল।
সম্মেলনের আয়োজকদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপক ও সিইউআরএইচএসের মডারেটর আইনের ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ইইই’র সহযোগী অধ্যাপক ও সিইউআরএইচএসের সহযোগী মডারেটর ড. কাজী তানভীর আহাম্মদ রনি। তাদের সার্বিক সাহায্য করেছেন-মানব সম্পদ ও ব্যবস্থাপনার অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন, ফলিত রসায়ন ও কেমিকৌশলের সভাপতি ড. সুমন বড়ুয়া, অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, ফলিত রসায়ন ও কেমিকৌশলের সহযোগী অধ্যাপক-আইকিউএসি’র সহকারী পরিচালক ড. সুমন গাঙ্গুলি, প্রাণরসায়ন ও অণুপ্রাণের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, উদ্ভিদবিদ্যার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ ।
২১ মে সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সারা দিনের গবেষণা সম্মেলন, কর্মশালা, পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়েছে।
উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও চট্টগ্রামের কৃতি সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম নারী উপাচার্য ও বাংলার কৃতি অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেছেন, ‘যেকোনো দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় হলো গবেষক তৈরির উর্বর ক্ষেত্র। আমাদের যেমন অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। তিনি অত্যন্ত মেধাবী, জ্ঞানী, নির্লোভ, নিরঅহংকার, বন্ধুবৎসল এবং উচ্চমানের বিজ্ঞানী ও গবেষক ছিলেন। বাংলাদেশে ও সারা বিশ্বের তরুণ গবেষকরা তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা ও অব্যাহত রেখে নব, নব আবিস্কারের মাধ্যমে তার মতো মানুষের আদর্শ লালন ও চর্চা করবেন এবং এভাবেই আপন দেশ ও জাতির কল্যাণে ব্রতী হবেন বলে আমি আশা করছি।”
তিনি বলেন, ‘আমি প্রখ্যাত এই অধ্যাপক ও কৃতি গবেষকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বিরাট বিজ্ঞান সম্মেলন-কমশালায় উপস্থিত দেশ-বিদেশের সব গবেষক, আমাদের অধ্যাপক ও কর্মকর্তা এবং কর্মচারীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
ড. শিরীণ আখতার আরো বলেছেন, “‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ বরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদকে তার দেশের মাটিতে, তার বিশ্ববিদ্যালয়ে স্মরণ এবং বাংলাদেশের উচ্চশিক্ষিত-তরুণ প্রজন্মকে গবেষণামুখী করতে, গবেষণা সংস্কৃতি তৈরিতে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচায স্বাধীন বাংলাদেশের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমেই এ দেশকে উন্নত বিশ্বের কাতারে সামিল করা যাবে ও এজন্য নিরন্তর ফলপ্রসূ গবেষণার বিকল্প নেই। ফলে আমি এই সায়েন্স কনফারেন্সের সার্বিক সাফল্য কামনা করি।’ এরপর তিনি এই সম্মেলনে অংশ নেন।
‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’র বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নামকরা অধ্যাপক ও অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘একুশে পদক’-এ ভূষিত অর্থনীতির কৃতি অধ্যাপক ড. মঈনুল ইসলাম।
‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ স্মারক বক্তৃতা দিয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, একুশে পদক পাওয়া কবি, সংবাদিক, ফুলকি শিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠাতা আবুল মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক ও বিজ্ঞানকর্মী অধ্যাপক ড. আরশাদ মোমেন।
‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ পরিচালক এবং তার নামে চালু হওয়া গবেষণা সম্মেলনের আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এই সম্মেলনের সভাপতি ছিলেন।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলোর বিজ্ঞান প্রজন্মের সাবেক সপাদক ও যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
সম্মেলনে এসেছেন অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের দুই মেয়ে সাদাফ সিদ্দিকী ও নার্গিস ইসলাম-ব্রিটেন প্রবাসী বাংলাদেশী মনোবিজ্ঞানী।
কানাডা থেকে মলিকুলার জেনেটিক্সে পিএইচডি ও বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা হু’র একটি কমিটির বোর্ড মেম্বার তরুণ গবেষক ড. সেঁজুতি সাহা প্লানারি স্পিকার ছিলেন।
আরো বক্তব্য দিয়েছেন সম্মেলন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. অলক পাল, প্রধান কার্যনির্বাহী ড. রবিউল হাসান ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দিয়েছেন সিইউআরএইচএস’র মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান।
‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ উপস্থাপনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক নুসরাত আফরিন অনামিকা ও ফারহানা ইয়াসমীন মুন্নী।
এই সম্মেলনে পদার্থ বিজ্ঞান, প্রকৌশল; জীববিজ্ঞান; পরিবেশবিজ্ঞান, কৃষি, উদ্ভিদ; স্বাস্থ্য, চিকিৎসাবিদ্যা; সমাজ বিজ্ঞান, মানববিদ্যা; বাণিজ্য-এই এই ছয় শাখায় মৌখিকভাবে গবষণাপত্রগুলোর সারসংক্ষেপ উপস্থাপন, পোষ্টার প্রদর্শনী ছাড়াও তিন মিনিট করে গবেষণা থিসিসের ওপর আলোচনা করেছেন গবেষকরা।
বিকেলে ‘মিট দি আইকন’-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিরীণ আখতার, অধ্যাপক ড. মঈনুল ইসলাম, মুনির হাসান, সাদাফ সিদ্দিকী, নার্গিস ইসলাম, ড. সেঁজুতি সাহা, আবুল মোমেন ও ড. আরশাদ মোমেন অংশ নিয়েছেন।
আরো ছিল অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র এবং তার বই এবং লেখাগুলোর প্রদর্শনী।
আরো ছিল ‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ। সম্মেলনে মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ৫শ ২৪ জন তরুণ গবেষক, অধ্যাপক ও ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।
তাদের সবার থাকা, খাওয়ার ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-জানিয়েছেন ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি জুনায়েদ খান। তিনি আরো লিখেছেন, এই সম্মেলন উপলক্ষে ‘জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র’, ব্যবসায় প্রশাসন অনুষদ ও তার বিভাগকে সাজানো হয়েছে।
‘প্রথম জামাল নজরুল ইসলাম তরুণ গবেষক সম্মেলন’ স্পন্সর করেছে-চট্টগ্রামের এ. কে. খান ফাউন্ডেশন, স্টেলার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বার্জার পেইন্টস, নেসক্যাফে, হাইড আউড লাউঞ্জ, কনফিডেন্স লবণ, সিনমিন ওয়াটার ও হাবিব তাজকিরাস। গণমাধ্যম সহযোগী ছিল প্রথম আলো।
ওএস।