এনএসইউ’র ৩০ কোটি টাকা দামের গাড়ি বিক্রির নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ১০টি গাড়ি বিক্রয় করে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিলাসবহুল এসব গাড়ির প্রায় প্রতিটির মূল্য তিন কোটি। শুধু্ একটি গাড়ির মূল্য এক কোটি ১০ লাখ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ থেকে মঙ্গলবার (১৭ মে) দেওয়া এক নির্দেশনায় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৪৪ (১) অনুযায়ী প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ তহবিল থাকবে এবং ৪৪ (৭) ধারা অনুযায়ী সাধারণ তহবিলের অর্থ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ব্যতীত অন্য কোনো উদ্দ্যেশে ব্যয় করা যাবে না।
কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা উন্নয়ন খাতে প্রয়োজনীয় ব্যয় না করে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি গাড়ি ক্রয় করে। যার মধ্যে ১০ টি বিলাসবহুল গাড়িই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৪৬ (৬) ধারা অনুযায়ী সরকার ও কমিশন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও শৃংখলা নিশ্চিতকরণ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যেরূপ উপযুক্ত বিবেচনা করবে সেরূপ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে পারবে এবং উক্ত বিশ্ববিদ্যালয় উক্ত নির্দেশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, ২০১৯ সালে জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত কেনা ওই ১২টি গাড়ির মধ্যে ১০টি বিলাসবহুল গাড়ি খোলা দরপত্রের মাধ্যমে বিক্রয় করতে হবে। বিক্রয়কৃত এই অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে ব্যয়ের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৪৪ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দিয়ে মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-কে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত তিন বছরে যে ১২টি গাড়ি ক্রয় করেছে তার একটি বাদে বাকি সবগুলো গাড়ির প্রতিটির মূল্য প্রায় তিন কোটি টাকা করে। ক্রয়কৃত এসব গাড়ির মধ্যে রয়েছে-হার্ড জীপ (টয়োটা প্রাডো টি এক্স), মডেল-২০১৫। এই গাড়িটি ক্রয় করা হয়েছে ২০১৯ সালের ২৭ জানুয়ারি এক কোটি ১০ লাখ টাকায়। রেঞ্জ রোভার ভোগ পি ৪০০ ই, ২০১৯ মডেলের দুটি গাড়ি পাঁচ কোটি ৯০ লাখ টাকায় দুই কোটি ৯৫ লাখ টাকায় ক্রয় করা হয়েছে ১৯ সালের ১৬ জুন। প্রতিটি গাড়ির মূল্য পড়েছে দুই কোটি ৯৫ লাখ টাকা।
২০১৯ মডেলের রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি জীপ গাড়িটি ১৯ সালের ২০ জুন ক্রয় করা হয় দুই কোটি ৮০ লাখ টাকায়। রেঞ্জ রোভার ভোগ পি ৪০০ ই, ২০১৯ মডেলের আরেকটি জীপ গাড়ি ক্রয় করে ১৯ সালের ২৬ জুন। যার মূল্য দুই কোটি ৯৫ লাখ।
২০১৯ মডেলের আরও দুটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি ক্রয় করা হয় ১৯ সালের ৩০ জুন। এই দুটি গাড়ির প্রতিটির মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা করে।
রেঞ্জ রোভার ভোগ পি ৪০০ ই, ২০১৯ মডেলের আরেকটি জীপ গাড়ি দুই কোটি ৯৫ লাখ টাকায় ক্রয় করা হয় ১৯ সালের ১৪ জুলাই। ২০১৯ মডেলের কার (স্যালুন) মার্সির্ডিজ বেঞ্জ ক্রয় করা যে ২০১৯ সালের ১৫ জানুয়ারি। এর মূল্য দুই কোটি ৮৫ লাখ টাকা।
সর্বশেষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেঞ্জ রোভার ভোগ পি ৪০০ ই, ২০১৯ মডেলের আরেকটি জীপ গাড়ি ক্রয় করে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। এই গাড়ির দাম হচ্ছে দুই কোটি ৮০ লাখ টাকা।
এনএইচবি/এমএমএ/