নর্থ সাউথে আর্থিক কেলেঙ্কারি: আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের আর্থিক কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, গত ৫ মে ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছয়জন হচ্ছেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বেনজীর আহমেদ, মিসেস রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী। মামলার চার্জশিটভুক্ত এই ছয় জনই ওয়ারেন্টভুক্ত আসামি। কিন্তু আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।
বক্তারা দাবি করেন, অভিযুক্ত প্রত্যেকেই প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। সেকারণেই তাদের গ্রেপ্তারে এমন গড়িমসি চলছে। কিন্তু এদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে এই সিন্ডিকেটের কবল থেকে নর্থ সাউথের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাঁচানো সম্ভব হবে না।
মানববন্ধনে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ও গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।
এপি/