বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা অভিনেতা আসাদুজ্জামান নূর
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হবে ২ জুন।
আজ ১৬ মে সোমবার সকাল ১১ টায় একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন, বিভাগটির একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গণি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক।
তাদের সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামান; সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক শাতিল রিয়াজ ও প্রভাষক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন স্থায়ী ক্যাম্পাস রাজশাহী শহরের খড়খড়ি এলাকার বাইপাসের স্থায়ী ক্যাম্পাসে।
আসাদুল্লাহ গালিব জানিয়েছেন, লিখিত বক্তব্যে ‘প্রথম সমাবতন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়’র বিস্তারিত বলেছেন ভিসি স্যার, ‘সমাবতনের শুরু হয়ে সেদিন সকাল ১০টা থেকে।’
‘তিনটি অনুষদের মোট ১০টি বিভাগের চার হাজার অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে পাশের সার্টিফিকেট প্রদান করা হবে।’
অধ্যাপক ড. এম. ওসমান গণি বলেছেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সভাপতি হিসেবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।’
‘বিশেষ অতিথি ও প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের বরেণ্য অভিনেতা, নির্দেশক, আবৃত্তিকার, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।’
‘তিনিই সমাবর্তন বক্তা হবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের’-হাসিমুখে বলেছেন ভিসি অধ্যাপক ড. এম. ওসমান গণি।
“শিক্ষাজীবনে অনন্য কৃতিত্ব প্রদর্শনের জন্য সবার সেরা হিসেবে ‘দুজন’কে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রবতিত ‘চ্যান্সেলর্স গোল্ড মেডেল’ প্রদান করা হবে।”
“৯’ ছাত্রছাত্রী বিভাগের সেরা ও বিশ্ববিদ্যালয়ের গর্ব হিসেবে লাভ করবেন ‘ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল’।”
‘বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাজশাহীর গর্ব-মুক্তিযুদ্ধের সরকারের অন্যতম প্রধান এবং জাতীয় চার নেতার একজন শহীদ এ.এইচএম. কামারুজ্জামানের একমাত্র ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।’
‘আরো থাকবেন বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।’
ভিসি স্যার গর্বের সঙ্গে আরো বলেছেন, ‘ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ আমাদের অন্যতম অতিথি থাকবেন।’
সংবাদ সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘২০১২ সালের ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছেন তারা। ২০২০ সালের স্প্রিং বা গ্রীষ্মকালীন সেমিস্টার পযন্ত অনার্স ও মাস্টার্সে যারা পাশ করেছেন, তারা সবাই এই প্রথম সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বাকিদের কথা ভেবে ১৮ মে পযন্ত রেজিস্ট্রেশন চলবে। সাবেক ছাত্র, ছাত্রীরা যেকোনো প্রয়োজনে ০১৭৩০৪০৬৫০১ থেকে ০৩ নম্বরে ফোন করতে পারেন।’
ওএস।