বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ
আগামী শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলোতে (মহানগর ও জেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ রবিবার (১৯ ডিসেম্বর)। বিকেল ৩টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। দেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির আয়োজন হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করবেন।
মহানগর ও জেলা পর্যায়ের দুই হাজার ৯০৭ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ লাখ ৪০ হাজার আসনের জন্য ৩ লাখ ৬৮ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়েছে, লটারি শেষে প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এতে ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী নির্বাচিত হয়।
এপি/এএস