ভর্তি পরীক্ষা আগের নিয়মে, দ্বিতীয়বার পরীক্ষা`না' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
লেখা ও ছবি : জুনায়েদ খান
বাংলাদেশের অন্যতম প্রধান, চট্টগ্রাম বিভাগের একমাত্র পূর্ণ সরকারী, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবার সুযোগ থাকবে না। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়টি সংক্ষিপ্ত সিলেবাসে নয়, আগের মতো পুরো বই পড়ে পরীক্ষা দেওয়ার দিকে নিয়ে গিয়েছে।
এই সিদ্ধান্তগুলো জানানো হয়েছে আজ ২১ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায়।
এই সভার সভাপতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সভা থেকে বেরিয়ে জানিয়েছেন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি’র সচিব ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যালয়ের ডেপুটি রেজিস্টার এস.এম. আকবর হোছাইন।
তিনি এই প্রতিবেদককে বলেছেন, “বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা সরকারী বিশ্ববিদ্যালয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিভাগগুলোতে প্রথম বর্ষ অনার্সের ভর্তি পরীক্ষা আগের নিয়মানুসারেই নেবে। ২০১৯ ও ২০২০ সালে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদের ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা আছে-যেকোনো শাখায়, তারা অংশ নিতে পারবে। আমাদের সিলেবাস আগের নিয়মে চলবে। আগের সিলেবাসের শর্তানুসারে আমরা পরীক্ষা নেব।”
উল্লেখ্য, ২০১৭ সালের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫শ ৫তম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রামের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টি এই সেশন থেকে মানে ২০১৭-’১৮ শিক্ষাবর্ষ থেকে আর দ্বিতীয়বার যারা অংশ নেবেন, আগেরবার কৃতকার্য হননি তাদের ভর্তি পরীক্ষা দেবার সুযোগ প্রদান করবে না। সেই থেকে গেল পাঁচ বছর এই ক্যাম্পাসে ফের পরীক্ষায় বসার সুযোগ নেই।
ওএস।