বিজয় দিবস উপলক্ষে জবিতে চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সংগঠন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এই অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মুজিব মঞ্চে অনুষ্ঠানগুলো মঞ্চায়িত করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ, উদীচী (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ) ও মুক্তমঞ্চের আয়োজন দিয়ে শুরু হবে চার দিনব্যাপী বিজয় উৎসব।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল তিনটায় মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদল সমূহের উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে। রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক প্রদর্শিত হবে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানাদির সমাপ্তি হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ ডিসেম্বর শুরু হওয়া বিবিএ ভবনের নিচে ‘মুক্তিযুদ্ধ, বিজয়গাঁথা ও বঙ্গবন্ধু’ শীর্ষক পোস্টার চিত্র প্রদর্শনটি সকলের জন্য উন্মুক্ত রয়েছে এবং প্রদর্শনীটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
/এএন