ঢাকা কলেজে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। কলেজের টেনিস গ্রাউন্ডে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে এ স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর অংশ হিসেবে আ ন ম খুররম মিলয়ানতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস শিকদার প্রমুখ।
অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘অসংখ্য মানুষের আহাজারি, বুক ভরা হাহাকার, কষ্টের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা। তখন পাকিস্তানি বাহিনীর নির্যাতনে অসংখ্য মানুষ তাদের আত্মীয় স্বজন হারিয়েছেন। তারা বহু মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের রাজাকারের উত্তরসূরীরা এখনও আমাদের চারপাশে আছে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সুযোগ পেলেই এরা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা বর্তমানে পাকিস্তানের চেয়ে সবদিক দিয়ে এগিয়ে। বিভিন্ন সূচকে পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে আছে।’
এপি/