রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়ল
রমজান মাসে স্কুল-কলেজের ছুটি বাড়ল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। সোমবার (৪ এপ্রিল) শিক্ষামন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।
সভায় শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে-এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রমজান মাসে রাজধানীর যানজট পরিস্থিতি অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
তবে প্রাথমিক বিদ্যালয় আগের ঘোষণা অনুসারে ২০ রোজা (২২ এপ্রিল) পর্যন্ত চালু থাকবে। ২২ এপ্রিল শুক্রবার হওয়ায় আগের দিন বৃহস্পতিবারই ঈদের ছুটির আগে শেষ ক্লাস হবে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাকার্যক্রমের ক্ষতি কাটিয়ে উঠতে রমজান মাসেও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। রমজান মাসে স্কুল-কলেজের নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
সময়সূচি অনুসারে, এক শিফটের প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত; দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতি সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এবং দিবা শাখা সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে।
এপি/