দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার হচ্ছেন সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হক
সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হক দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার নিযুক্ত হচ্ছেন।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, গত ১২ জুলাই বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের মধ্যে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চলতি বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন দুই প্রধানমন্ত্রী।
শহীদুল হক ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল’ এন্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে মেধার কৃতিত্বের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদক, গ্রান্টস কমিশন পদক, চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং যুক্তরাষ্ট্রের ‘অনারেবল মেনশন ফর রবার্ট বি. স্টুয়ার্ড পদক’ লাভ করেন।
ব্যক্তিগত জীবনে শহীদুল হক বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
আরইউ/এএস