এনএসইউ’র অনিয়ম তদন্তে দুদক’র অনুসন্ধান কমিটি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজ ও সংশ্লিষ্ট অন্যান্যদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ব্যাপারে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক (বি: অনু: ও তদন্ত-২) মাে. হেলাল উদ্দিন শরীফ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ সোমবার (১৩ ডিসেম্বর) জারি করা হয়েছে।
এ আদেশে বলা হয় যে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাের্ড অব ট্রাস্টিজের সদস্য ও অন্যান্যদের বিরুদ্ধে যে সব অভিযোগ তদন্ত করবে দুদক সেগুলো হলো-শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লােপাট, স্ত্রী/স্বজনদের চাকুরি দেওয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয়, অবৈধভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযােগ-সুবিধা গ্রহণের আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত প্রভৃতি।
দুদকের উপ-পরিচালক মাে. জাহাঙ্গীর আলম, মােহাম্মদ ফয়সাল ও সহকারী পরিচালক মাে. সাইফুল ইসলামের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিধি অনুযায়ী অভিযােগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত দাবি করে বিভিন্ন সময়ে অভিভাবক, শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করে আসছে।
বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। এটি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬ হাজার। শিক্ষার্থীদের টিউশন ফি থেকে প্রতি বছর আয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এনএসইউ’র জনসংযোগ বিভাগের পরিচালক জামিল আহমেদ ঢাকাপ্রকাশকে বলেন, ‘দুদকের অনুসন্ধানের বিষয়টি এখনও আমাদের জানা নেই। এ সংক্রান্ত চিঠি পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’
এনএইচ/এপি/এমএমএ/