সরকারি স্কুলে ভর্তির লটারি বুধবার
সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে ২০২২ শিক্ষাবর্ষের ভর্তির লটারি আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য রবিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ সব তথ্য জানা গেছে।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার পর রাতে প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন।
এ দিকে, সরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে অনুষ্ঠিত হবে।
এপি/