শিক্ষা ক্যাডারের অধ্যাপক ভিকারুননিসায়, বৈধতা চ্যালেঞ্জ
শিক্ষা আইন ভঙ্গের অভিযোগ এনে শিক্ষা ক্যাডারের অধ্যাপক কামরুন নাহারকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ রিট করেন।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী জানান, ‘যারা শিক্ষা ক্যাডারের, তাদের নিয়োগ হবে সরকারি কলেজে। এটা বেসরকারি কলেজ। অথচ সরকার সে আইন লঙ্ঘন করে কামরুন নাহারকে ভিকারুননিসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। এটা চ্যালেঞ্জ করেই রিট দায়ের করা হয়েছে।’
এদিকে, অধ্যক্ষ কামরুন নাহার ও ভিকারুননিসার অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় করা পৃথক আরেকটি রিট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে চলমান রয়েছে। ওই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩১ জানুয়ারির মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এপি/