‘সুদক্ষতা ছাড়া কোনো মানুষ তার কাজে সফল হতে পারেন না’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিজকেস নামের ব্যবসায় ধারণার বিরাট এক প্রতিযোগিতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেছেন। বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের কাজ এবং তাদের গড়ে তোলার জন্য প্রাসঙ্গিক বলে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতোয়ার রহমান আলাদা করে জানিয়েছেন- 'বাংলাদেশে এখনো অনেকে বলে-আমি বেকার, কারণ আমার কাজের ক্ষেত্র নেই। আমি এই কথাগুলো বিশ্বাস করি না। বরং কেউ যখন দক্ষ হয়, তার মধ্যে যদি সেই কাজ করার দক্ষতাগুলো থাকে, তাহলে অবশ্যই তার চাকরি বা কর্ম আছে। অদক্ষ মানুষের কর্ম নেই এ কথাটি সত্য। তবে আমাদের মনে রাখতে হবে-দক্ষতা নয়, সুদক্ষতা ছাড়া কোনো মানুষ তার কাজে সফল হতে পারেন না। জ্ঞানই সবচাইতে বড় হলে একটি গ্রন্থাগারই হতো সবচেয়ে শক্তিশালী। কিন্তু গ্রন্থাগার একটি প্ল্যাটফর্ম-জ্ঞান লাভের। সেখানে জ্ঞান থাকে। সে জ্ঞানটি আমাদের সবাইকেই অর্জন করতে হয় এবং তাই নয়, অর্জিত জ্ঞান কাজে লাগাতে হয়। জ্ঞানের আধার থেকে জ্ঞান গ্রহণ করতে হবে ঠিক, তবে গ্রহণ করে শুধু নিজের মধ্যে রাখলে চলবে না, কাজে লাগাতে দক্ষতা অর্জন করতে হবে।’
‘দুর্ভাগ্যবশত আমাদের দেশে ও সমাজে মানুষের কম দক্ষতা নিয়ে এখনো সেভাবে জনসচেতনতা গড়ে ওঠেনি। আমরা পারিবারিকভাবে দক্ষতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব প্রদান করি। ফলে আবেগের মাধ্যমে দক্ষতার দিকে আরো এগিয়ে না গিয়ে আমাদের দেশে উল্টো হয়ে গিয়েছে। দক্ষতার জন্য আবেগ হয়ে পড়েছে ঘরে, ঘরে প্রতিবন্ধকতা। সেদিকে না গিয়ে পেশাদারিত্বের দিকে চলে যাবার সময় আমাদের এসেছে।’
‘মনে করি বিশ্ববিদ্যালয়ের কাজ বিশ্ববিদ্যার চর্চা ও সুদক্ষ পেশাদার তৈরি করা। আমরা সুশিক্ষিত, সুদক্ষ, চরিত্রবান ও কল্যাণকামী মানুষ তৈরি করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে সেভাবে এগিয়ে যেতে আমরা কাজ করছি।’
ওএস।
