উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত করতে আরো মনোযোগী হতে হবে : শিক্ষামন্ত্রী
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
আতোয়ার রহমান, প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সঙ্গে তার সরকারি বাসভবন ‘ধলেশ্বরী’তে দেখা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি তার সঙ্গে বৈঠক করেছেন। ভিসি স্যার বলেছেন, “আমাদের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমার নেতৃত্বে উন্নত ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে উচ্চতর শিক্ষা প্রদান ও বিস্তারের জন্য পুরো অঞ্চলসহ সারাদেশে কাজ করে যাচ্ছে।’ তিনি শিক্ষামন্ত্রীকে আরো জানিয়েছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের আন্ত:ব্যক্তিক সম্পর্ক খুব গভীর।’
ভবিষ্যতের কার্যক্রম জানাতে গিয়ে অধ্যাপক ড. সৌমিত্র শেখর জানিয়েছেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার পরিধি আরো বিস্তৃত করতে কাজ করে চলেছি। এজন্য ও শিক্ষা কার্যক্রমের উন্নতি করতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নগুলো চলছে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ভিত্তিতে তার স্মৃতিচিহ্নবাহী বিশ্ববিদ্যালয়টিতে সাংস্কৃতিক বলয় তৈরি করা হবে। ফলে বিশ্ববিদ্যার নতুন পরিবেশ সৃষ্টি হবে বলে আমি আশাবাদী।’
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে বলেন, ‘আপনার বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিস্তারে সব ধরনের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রত্যয়ী।’
ডা. দীপু মনি তাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে আরও বেগবান করা যায়, সেজন্য বলেছেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে গবেষণানির্ভর, কর্মমুখী উচ্চশিক্ষা ও আনন্দময় ব্যবস্থার শিক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার ভীতি কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায় আনন্দে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত করতে আরো মনোযোগী হতে হবে। উচ্চতম শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে ছাত্র-ছাত্রী সংখ্যাও মাথায় রাখা দরকার।’
আলোচনা শেষে অধ্যাপক ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। তিনি আসবেন বলে কথা দিয়েছেন। এরপর তিনি তাকে একটি বিশ্ববিদ্যালয় স্মারক উপহার দেন।
ওএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)