বাংলাদেশে কাল থেকে কেনা যাবে রয়্যাল এনফিল্ড, দাম কত?
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
অনুমোদনের দীর্ঘ এক বছর পর বাংলাদেশের বাজারে এসেছে ঐতিহ্যবাহী ও রাজকীয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ৩৫০ সিসির মোটরসাইকেলটি দেশের বাজারে নিয়ে এসেছে ইফাদ মোটরস।
আজ ২১ অক্টোবর বাইকটি বাংলাদেশে লঞ্চ করছে। ইতোমধ্যে শুরু হয়েছে লঞ্চিং অনুষ্ঠান।
আগামীকাল মঙ্গলবার থেকে বাইকটি বাংলাদেশে কেনার প্রক্রিয়া শুরু করা যাবে। অর্থাৎ বাইকটি কাল থেকে কেনার জন্য প্রি বুকিং দেওয়া যাবে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস বাজারে নিয়ে আসছে এই আইকনিক ব্র্যান্ডের মোটরসাইকেল।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে চারটি ৩৫০ সিসির মডেল—হান্টার, বুলেট, ক্লাসিক ও মিটিয়র—অনলাইনে লঞ্চ করা হয়েছে। পরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলগুলো উন্মোচিত হবে।
মডেলগুলোর দাম কত হবে, তা এখনো জানানো না হলেও ধারণা হচ্ছে, চারটি মডেলের মধ্যে হান্টার ৩৫০-এর দাম হতে পারে সবচেয়ে কম, প্রায় ৪ লাখ টাকা। বুলেট, ক্লাসিক ও মিটিয়র মডেলগুলোর দাম ক্রমান্বয়ে বেশি রাখা হবে।
এই চারটি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার 'জে' (J) সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস। দীর্ঘ দুই দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।
বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক ও পরিবেশক উত্তরা মোটরস গত বছরের নভেম্বরে প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজাজ এন২৫০ বাজারে নিয়ে আসে। এ মডেলের মূল্য ছিল প্রায় ৩.৪ লাখ টাকা। চলতি বছরের জুনের শেষ নাগাদ কোম্পানিটি ৭৩০ ইউনিটের বেশি এন২৫০ বিক্রি করেছে।