টিসিবির পণ্য বিক্রি শুরু, ক্রেতাদের দীর্ঘ লাইন
কয়েকদিন বন্ধ থাকার পর আবারও সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে কম দামে কয়েকটি পণ্য বিক্রি শুরু হয়েছে। সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের দাম হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাওয়া রাজধানীর মোহাম্মদপুর, কৃষিমার্কেট, মতিঝিলসহ বিভিন্ন স্থানে টিসিবির তেল, ডাল, চিনি, পেঁয়াজ কিনতে সকাল থেকে দীর্ঘ লাইন দেখা গেছে।
টিসিবির মুখপাত্র হুমায়ন কবির ঢাকাপ্রকাশকে বলেন, ‘আসন্ন রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে দুবার করে কম দামের পণ্য পৌঁছে দেওয়ার জন্য রবিবার থেকে (০৬ মার্চ) ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে ১৫০টি ট্রাকে এই পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’
এবারের বিক্রি কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন চলবে। এর পর দুই দিন বিরতি দিয়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও এসব পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া ঢাকার বাইরে অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির বিক্রি কার্যক্রম ১৫ মার্চ শুরু হবে বলে জানা গেছে।
টিসিবি জানায়, এবার একজন ভোক্তা ৩০ টাকা কেজি করে দুই কেজি পেঁয়াজ, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি, ১১০ টাকা করে দুই লিটার তেল এবং ৬০ টাকা দরে এক কেজি মশুর ডাল কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৫০০ থেকে এক হাজার কেজি চিনি, ডাল, পিঁয়াজ বরাদ্ধ দেওয়া হবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে এক হাজার লিটার বরাদ্দ থাকবে।
জেডএ/আরএ/