ভূমি অধিগ্রহণে দ্রুত টাকা পরিশোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি অধিগ্রহণে দ্রুত টাকা পরিশোধে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন শেখ হাসিনা।
সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। এরপর চলতি অর্থবছরে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমিয়ে দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি এডিপির অনুমোদন দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যাদের কাছে টাকা পাই বা ঋণ নেওয়া হয় তাদের কারণেই উন্নয়ন বাজেটে বরাদ্দ কমানো হয়েছে। প্রথমে বেশি বরাদ্দ ধরা হলেও কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার কারণে তা কমানো হয়। এবারও তাই হয়েছে। তবে ভূমি অধিগ্রহণ বড় সমস্যা। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, জমি অধিগ্রহণের আগে যেন বাস্তব চিত্র তুলে ধরা হয়। কারণ তা না হলে অনেকে এই আছে সেই আছে বলে বেশি টাকা দাবি করবে। তাই সকলের সর্তক থাকতে হবে। ভূমি অধিগ্রহণে ডিসিদের আরও দ্রত অর্থ পরিশোধ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা যুদ্ধের বিরুদ্ধে। দুই দেশই আমাদের বন্ধু। এটা প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন। ইউক্রেম-রাশিয়া যুদ্ধের তাপ অবশ্যই আছে। তবে আমাদের অর্থনীতি ও রাজনীতিতে বিস্তার করছে না। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কোনো প্রভাব পড়বে না। কারণ এ প্রকল্প দ্বিপাক্ষিক চুক্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।’
দেশে মূল্যস্ফীতির প্রভাব কম দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী মূল্যস্থীতি বেড়েছে। এমনকি আমাদের পাশের দেশ ভারতেও বেশি। আমাদেরও বেড়েছে। তবে চাল, ডাল তেল খোলা বাজারে বিক্রি করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আমাদের বাজারে মূল্যস্ফীতির মাত্রা কম।’
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন পদক্ষেপের কারণে ইজিপি অবদানে টেন্ডাবাজি কমেছে। করোনাকালেও উন্নয়ন কাজের অগ্রগতি বেশি হচ্ছে। গত বছরের তুলানায় এ পর্যন্ত দুই শতাংশ অগ্রগতি বশি হয়েছে।’
জেডএ/এমএমএ/