সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ডিসেম্বরে দৈনিক গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

২০২০ সালের জুলাই মাসে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা এতদিন দেশের সর্বোচ্চ ছিল।

চলতি অর্থবছরের রেমিট্যান্স প্রবাহ

জুন ২০২৪: ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার।
জুলাই: ১৯১ কোটি ডলার (সর্বনিম্ন)।
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার।
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলার।
অক্টোবর: ২৪০ কোটি ডলার।
নভেম্বর: ২২০ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট ২,৩৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২,৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে অর্থনীতিবিদরা আশা করছেন।

Header Ad
Header Ad

হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল

খালেদা জিয়া ও আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নিরব থাকেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন।

চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ-খবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাসে এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, আমি অবাকই হই। পনেরটা বছর কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছে শেখ হাসিনা বেগম জিয়া’র প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনা-কে নিয়ে।

তিনি আরো লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। উনার সাথে একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। তিনি গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহ্-র কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

Header Ad
Header Ad

কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসান আলী। ছবি: ঢাকাপ্রকাশ

কেক কেটে উদ্‌যাপন বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে গত রবিবার (৫ জানুয়ারি) রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক।

জানা গেছে, গত শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে এবং তা ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের খবর পেয়ে অভিযান চালালে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল

ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ২৪ দফা ইশতেহার নিয়ে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। এই দলের ইশতেহারে দেশ পুনর্গঠনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি থাকবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন জানান, তাদের ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে। এই কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতৃত্ব নির্বাচন এবং এক ব্যক্তির একক ক্ষমতা কমিয়ে দলীয় কাঠামোয় গণতান্ত্রিক স্বচ্ছতা আনতে কাজ করছে।

নাগরিক কমিটি ইতোমধ্যেই সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি গঠন করেছে। ঢাকার বাইরে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ইশতেহারে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার নীতি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব থাকবে। যেমন, প্রধানমন্ত্রীর মেয়াদ জীবনে দুইবারের বেশি না রাখার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা।

গঠনতন্ত্রে তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দলীয় প্রধানের কোনো নির্বাহী পদে থাকার সুযোগ থাকবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আশা করছেন, এই নতুন দল তরুণদের স্বপ্ন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। তারা এটিকে একটি বৃহৎ রাজনৈতিক উদ্যোগ হিসেবে তৈরি করতে দেশি-বিদেশি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করছে। দলটি গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার  
আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু