দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে
ছবি: সংগৃহীত
সদ্য বিদায়ী ২০২৪ সালের ডিসেম্বরে একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত ডিসেম্বরে দৈনিক গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।
২০২০ সালের জুলাই মাসে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা এতদিন দেশের সর্বোচ্চ ছিল।
চলতি অর্থবছরের রেমিট্যান্স প্রবাহ
জুন ২০২৪: ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার।
জুলাই: ১৯১ কোটি ডলার (সর্বনিম্ন)।
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার।
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলার।
অক্টোবর: ২৪০ কোটি ডলার।
নভেম্বর: ২২০ কোটি ডলার।
২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট ২,৩৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২,৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে অর্থনীতিবিদরা আশা করছেন।