মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সরকারি ঘোষণার আগেই বাড়তি দামের তেল বাজারে

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা ও খোলায় লিটারে সাত টাকা বাড়ানোর বিষয়ে রবিবার সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ হিসেবে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা। এতো দিন যা ছিল ৭৬০ টাকা। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাজারে গিয়ে এ দাম কার্যকর হতে দেখা গেছে। তবে অবাক করা বিষয় ৫ লিটারের বোতলের লেবেলে মূল্য ৮০০ টাকা লেখা হয়েছে। বিক্রেতারা জানান, এ দামে মালের চালান আগেই বাজারে এসেছে। সরকারি সিদ্ধান্ত না আসায় কোম্পানির নির্দেশে এতোদিন কম দামে বিক্রি হয়েছে। এখন সরকারি নির্দেশনা আসায় গায়ের মূল্য কার্যকর করা হচ্ছে।   

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজারে সরেজমিনে গেলে এমনই চিত্র পাওয়া যায়।

কারওয়ান বাজারের নিউ সোনারগাঁও জেনারেল স্টোরের রিপন গত সপ্তাহে পাঁচ লিটার তেল সর্বোচ্চ ৭৬০ টাকা ও এক লিটার ১৭০ টাকা বিক্রি করেন। কিন্তু সেই দামের তেল নেই। আজ ৮০০ টাকার কম হবে না বলে জানান তিনি।

বাড়তি এই দামের ব্যাপারে খুবই ক্ষুদ্ধ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করে পকেটে কিছুই থাকবে না। অথচ অপবাদ নিতে হবে।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী মেসার্স মিলু স্টোরের বিপ্লব ঢাকাপ্রকাশ-কে বলেন, কয়েক দিন থেকে মিলে ডিও নিচ্ছে না। আগের ৫ লিটার রূপচাঁদা গায়ের রেট ৭৬০ টাকার তেল পাওয়া যাচ্ছে না। বর্তমানে তা ৮০০ টাকা মূল্য ধরা হয়েছে। তবে পাইকারি ৭৬০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের এক লিটার ১৬৮ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ১৫৮ টাকা। তিনি আরও বলেন, শুনেছি সরকার বাড়তি দামে তেল বিক্রির সুযোগ দিয়েছে কোম্পানিকে। কতো দিন পর কার্যকর হতে পারে-এমন প্রশ্নের জবাবে অতীত অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সব কোম্পানির চার থেকে ৫ দিন লাগতে পারে। কারণ গোডাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এসব তেল রয়েছে। বাড়তি দামের তেলে আমাদের লাভ নেই।

একই মার্কেটের খুচরা ব্যবসায়ী সোনালী ট্রেডার্সের আবুল কাসেম ঢাকাপ্রকাশ-কে বলেন, আগের দামেই সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে বাজারে। পেপারে, টিভিতে শুনেছি বাড়ানো হয়েছে দাম। তবে আগের দামের ৭৬০ টাকার তেল নেই।  

মায়ের দোয়া জেনারেল স্টোরের মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যুক্তি ছাড়াই দাম বাড়ানো হচ্ছে। এইতো কয়েক মাস আগে বাড়িয়েছে। ১৯৮৫ সাল থেকে ব্যবসা করছি। কিন্তু এভাবে কখনো বাড়তে দেখিনি। দাম বাড়লেও আমাদের বাড়তি লাভ হচ্ছে না। অপবাদ নিয়ে ব্যবসা করতে হচ্ছে।’

এ সময় ক্যান্টনমেন্ট থেকে আসা ক্রেতা লাভলু ঢাকাপ্রকাশকে বলেন, ‘মিল মালিকরা বলল আর সরকার বাড়িয়ে দিলো তেলের দাম। এভাবে চলতে পারে না। আমরা কিভাবে চলব। আমাদের তো আয় বাড়েনি। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট কাটছে। তা হতে পারে না। কারণ আমার ২০ হাজার টাকা আয়। ব্যয় হচ্ছে ২৫ হাজার টাকা। তাহলে বাড়তি বাজারে কিভাবে চলব।’

মোহাম্মদপুরের জনতা মার্কেটের আক্তারও বলেন, ‘আগের দামেই সব তেল বিক্রি করা হচ্ছে। দাম বেশি হলে তখন বেশি দামে বিক্রি করা হবে। তাতে আমাদের কোন লাভ নেই।

ক্রেতা শফিক বলেন. ‘যে যার মতো সুবিধা নিচ্ছে। ভোক্তাদের দিকে তাকাই না কেউ। ব্যবসায়ীদের সিন্ডিকেটে জিম্মি হয়ে গেছে সরকার। তাইতো যখন যা বলছে ব্যবসায়ীরা, সরকার তা করতে বাধ্য হচ্ছে।’

বাড়তি তেলের ব্যপারে জানতে যোগাযোগ করা হলে এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ ঢাকাপ্রকাশ-কে বলেন, গত মাসেই ট্যারিফ কমিশনের মূল্য তালিকা অনুযায়ী প্রায় মিল মালিকরা আগেই ৫ লিটার ৮০০ টাকা দাম নির্ধারণ করেছে। সম্মিলিতভাবেই তা করা হয়েছে। কার্যকর করতে সরকারের কাছে যোগাযোগও করেছে। কিন্তু সরকার সময় চাওয়ায় আগে বাজারে ছাড়া হয়নি। সরকার অনুমোদন না দিলে তা কার্যকর হবার কোনো সুযোগ নেই। কিন্তু রবিবার সরকার অনুমোদন দিয়েছে প্রতি লিটারে আট টাকা বাড়ার জন্য। তা সোমবার থেকে কার্যকর করা হচ্ছে। তাহলে ৮০০ টাকা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ টাকা কমিয়ে সর্বোচ্চ ৭৯৫ টাকা হবে ৫ লিটারে।

গত ১৯ অক্টোবর সরকার সর্বশেষ সয়াবিন তেলের দাম নির্ধারিত করেছিল, যাতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা ঠিক করে দেওয়া হয়েছিল। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছিল ৭৬০ টাকা এবং পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে দেশে ভোজ্যতেল বাজারজাতকারী ব্যবসায়ীদের সমিতি ‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ কয়েক মাস ধরে তেলের দাম বাড়াতে চাচ্ছে। কোনো কোনো মাসে তিন দফা দর বাড়ানোর প্রস্তাবও দিয়েছে। সর্বশেষ গত ৬ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে  সরকারের কাছে প্রতি লিটারে আট টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয় । তার এক মাস পরই ৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে প্রতি লিটারে দাম বাড়ানোর। যা মিল গেট থেকে আগে ডিলারদের কাছে পাঠানো হয়েছে। সোমবার থেকে  পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

জেডএ/

  

 

 

 

Header Ad

মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা

ছবি: সংগৃহীত

আগামী ১৫ দিনের মধ্যে দেশের বাজারে মুরগীর বাচ্চার অতিরিক্ত দাম স্থিতিশীল করে সিন্ডিকেট ভাঙতে না পারলে এবং প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ঠাকুরগাঁও জেলার সব প্রান্তিক খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে এক গণ বিবৃতি দেয় পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) এর সভাপতি মো. সুমন হাওলাদার। তিনি বলেন, দেশের বাজারে মুরগির বাচ্চার অতিরিক্ত দাম রেখে ক্রেতার পকেট থেকে প্রতিদিন ৯ কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদারের সই করা বিবৃতিতে বলা হয়েছে, প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি। যদি আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট ভাঙতে এবং প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে ঠাকুরগাঁও জেলার সব প্রান্তিক খামার বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় সরকার। তখন একটি মুরগির বাচ্চার দাম ছিল ৩০-৩৫ টাকা। অথচ পরবর্তী সময়ে মুরগির বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানিগুলো মুরগির বাচ্চার সংকট তৈরি করে ১৬ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৬০-১১০ টাকায় বিক্রি করছে।

তিনি দাবি মতে, প্রতিদিন সব জাতের মুরগির বাচ্চা ৩০ লাখ উৎপাদন করা হয়। যদি একটি মুরগির বাচ্চায় গড়ে ৩০ টাকা করে বেশি নেওয়া হয় তাহলে প্রতিদিন ৯ কোটি টাকা প্রান্তিক খামারিদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করছে কোম্পানিগুলো। বাংলাদেশের পোল্ট্রি খাত বর্তমানে একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। দেশের শীর্ষ মুরগির বাচ্চা উৎপাদনকারী কোম্পানিসহ (কাজী ফার্মস, নাহার অ্যাগ্রো, প্যারাগন গ্রুপ, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি, সিপি বাংলাদেশ) আরও ১০-১২টি কর্পোরেট কোম্পানি সিন্ডিকেট করে পোল্ট্রি সেক্টরে
একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। এ সিন্ডিকেটের হাত থেকে প্রান্তিক খামারিদের রক্ষা করে বন্ধ খামারগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনতে হবে।

সুমন হাওলাদার বলেন, সিন্ডিকেটের কারণে ফিড ও মুরগির বাচ্চার দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। যা প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির বিক্রয় মূল্য অত্যন্ত কম থাকায় প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ সংকটের কারণে বহু প্রান্তিক খামারি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। যা দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

এ অবস্থায় দেশের পোল্ট্রি শিল্প রক্ষায় বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশকিছু দাবিও জানানো হয়েছে। সেগুলো হচ্ছে–

১. ফিড এবং মুরগির বাচ্চার বাজারে সিন্ডিকেট বন্ধ করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে।

২. কর্পোরেট কোম্পানির বাণিজ্যিক ডিম এবং মুরগি উৎপাদন বন্ধ করতে হবে।

৩. প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণ সুবিধা এবং বিশেষ প্রণোদনা চালু করতে হবে।

৪. সরকারকে কঠোরভাবে বাজার মনিটরিং করতে হবে। যাতে ডিম, মুরগি এবং পোল্ট্রি উপকরণের দাম নিয়ন্ত্রণে থাকে।

৫. ফিডের দাম নিয়ন্ত্রণে রাখতে পোল্ট্রি ফিড উৎপাদনে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে।

Header Ad

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন এই দাম আজ (২৬ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাজুস। গতকাল (২৫ নভেম্বর) সোমবার রাতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২৪ নভেম্বর থেকে। আর চলতি মাসের গত ২২ ও ১৯ নভেম্বরও দেশে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এছড়া গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর দাম কমানো হয়েছিল।

আর চলতি মাসের গত ২২ ও ১৯ নভেম্বরও দেশে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এ ছাড়া গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর দাম কমানো হয়েছিল। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩১ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২২ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

Header Ad

খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকার।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। কবে চিকিত্সার জন্য দেশের বাইরে যাবেন, সে বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করতে ফিরোজায় গিয়েছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার