মন্দা পুঁজিবাজারে মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমেছে
ছবি: সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ। সপ্তাহটিতে পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ৮৯৫ কোটি টাকা। কমেছে ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার দর। শীর্ষ ১০ কোম্পানির দখলে রয়েছে ২৬ শতাংশ লেনদেন। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হিসাবে বিনিয়োগ রয়েছে নিরাপদ অবস্থানে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ থেকে বিদায়ি সপ্তাহে লেনদেনের পরিমাণ বেড়েছে ৫৪৪ হাজার ৬৭ কোটি টাকা বা ১৫ দশমিক ৫৪ শতাংশ। তবে বাজারে মূলধনের পরিমাণ কমেছে ১১ হাজার ৮৯৫ কোটি ৭৫ লাখ টাকা বা এক দশমিক ৫৬ শতাংশ। শীর্ষ ১০টি কোম্পানির লেনদেন এক হাজার ৭০ কোটি ৫৩ লাখ টাকা।
গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে শেয়ারবাজারে মূলধন দাঁড়িয়েছিল সাত লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে চার হাজার ৫৩ কোটি পাঁচ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮১০ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৯ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ৩২০টির ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। লেনদেন হয়নি ১০টি কোম্পানির শেয়ার।
সপ্তাহে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ১৪১ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১১২ দশমিক ৭৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৫ দশমিক ৮৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসই৩০ সূচক ৩২ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৪ দশমিক ৩৪ পয়েন্টে।
গেল সপ্তাহে লেনদেন শীর্ষ ১০টির ৬০ শতাংশ লেনদেন ‘বি’ ক্যাটাগরির দখলে। এ ছাড়া ৩০ শতাংশ ‘এ’ ক্যাটাগরি এবং ১০ শতাংশ ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার অবস্থান করেছে। এদের মধ্যে কমেছে ছয়টির শেয়ার দর। বেড়েছে চারটির শেয়ার দর। গেল সপ্তাহে এই ১০টি কোম্পানি লেনদেন হয়েছে এক হাজার ৭০ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ‘বি’ ক্যাটাগরির ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটি একাই মোট শেয়ারের লেনদেন হয় ২০৮ কোটি ৮৪ লাখ টাকা বা পাঁচ দশমিক ১৫ শতাংশ। শেয়ার দর বেড়েছে ১০ দশমিক শূন্য সাত শতাংশ।
এদিকে গেল সপ্তাহের শেষে (বৃহস্পতিবার) ডিএসইর পিই রেশিও অবস্থান করে ১২ দশমিক ৫৯ পয়েন্টে। আগের সপ্তাহের শেষে (বৃহস্পতিবার) পিই রেশিও দাঁড়িয়েছিল ১২ দশমিক ৯৮ পয়েন্টে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে কোনো কোম্পানির পিই রেশিও ১৫ পয়েন্ট ছাড়ালেই তা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেঁধে দিয়েছে। এ হিসেবে ৪০ পর্যন্ত পিইধারীর শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে জানায় বিএসইসি। সেই হিসেবে গত বৃহস্পতিবারের ডিএসইর পিই রেশিও হিসাবে বিনিয়োগ নিরাপদ অবস্থানে রয়েছে।