‘খেলাপি ঋণ মোকাবিলার পর্যায়ে নেই বাংলাদেশ ব্যাংক’
দেশের ব্যাংকাররা কিংবা বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ মোকাবিলা করার মতো পর্যায়ে নেই বলে মন্তব্য করেছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।
তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে খেলাপি ঋণ বড় চ্যালেঞ্জ। সবার প্রচেষ্টা ছাড়ার ঋণখেলাপি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য ব্যাংকিং খাতে সুশাসন ও সংস্কার খুবই প্রয়োজন।’
সোমবার (২২ মে) নিকেতনে ব্রাক ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ব্যাংকিং সেক্টর আউটলেট ২০২৩’ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এবিবির ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ অন্যরা।
সেলিম আর এফ হোসেন বলেন, বিশ্ববাজারে ডলারের চাহিদা রয়েছে। তাই আমাদের দেশে গত কয়েক মাসে ২৫ শতাংশ টাকার অবমূল্যায়ন করা হয়েছে। এটা অর্থনীতির জন্য একটা বড় চাপ। এই চাপ আমরা ৩৫/৩৬ বছরের জীবনে দেখিনি।
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকও ডলার বিক্রি করছে। এতে বাজার থেকে টাকা কমে যাচ্ছে। গত কয়েক মাসে ধাপে ধাপে টাকার অবমূল্যায়ন করা হয়েছে। প্রতি ডলার ৮৫ টাকা থেকে ১০৫ টাকা করা হয়েছে। একবার মার্কেটভিত্তিক করা হলে ভালো হতো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই একটা ব্যাংক ছাড়া কোনো ব্যাংকের পেমেন্ট আটকে নাই। অপরের প্রশ্ন জবাবে বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য অনেক কমেছে। তারপরও আমাদের দেশে দাম বেশি। এর কারণ টাকা, না অন্য মেকানিজম তা গবেষণা করা দরকার।
ব্র্যাক ব্যাংকের এমডি বলেন, বর্তমানে কয়টা গ্রাহক বলতে পারবে ব্যাংক ঋণ দেয় না। ব্যাংকে ঋণের চাপ কমে গেছে। কারণ, অনেক ব্যবসায়ী এ মুহূর্তে প্রজেক্ট করতে চাচ্ছেন না। আবার কোনো গ্রাহক ব্যাংকে এসে টাকা চেয়ে পায় না তাও না। গ্রাহকরা ব্যাংকের টাকা না পেলে বলতাম ব্যাংকের সমস্যা।
জেডএ/এমএমএ/