প্রান্তিক কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংক-গ্লোবাল ইসলামি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কৃষিখাতে পুনঃঅর্থায়ন তহবিল বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক কৃষকদের জন্য স্বল্প মুনাফায় বিনিয়োগ বিতরণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি সম্পাদিত হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্লোবাল ইসলামী ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এ কে এম সাজেদুর রহমান খান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন।
/এএস
