কৃষি উৎপাদনে ৪ শতাংশ সুদে মিলবে ঋণ

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংক লিমিটেড একটি অংশগ্রহণমূলক চুক্তিতে সই করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ গত ৮ জানুয়ারি এ চুক্তিতে সই করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে ৪ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কিমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা।
জেডএ/এসজি
