বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকের হোসেন
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন গত ১ জানুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এবং গৃহায়ন তহবিল ও ফান্ড ম্যানেজমেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মো. জাকের হোসেন ১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত বিআইবিএম এর ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের ডিএবি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, জাতীয় সংসদ সচিবালয়ের প্রধান কার্যালয়ের এইচআরডি, ডিওএস, একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এফইআইডি, চট্টগ্রাম অফিস, এমআরএ, গৃহায়ন তহবিল ও ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. জাকের হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে এ ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থায় আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
জেডএ/এসজি