১৪ স্মারক মুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

স্বর্ণের দাম সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকও ১৪টি স্মারক স্বর্ণমুদ্রার দাম বৃদ্ধি করেছে। এর মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ সহ তিনটি সোনার স্বারক মুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
আর বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী ১৯৯৬ সহ ১১টি রৌপ্য স্বারক মুদ্রার দাম বৃদ্ধি করা হয়েছে এক হাজার টাকা করে।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে। নতুন এ দাম সোমবার থেকেই কার্যকর হবে।
সোমবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স পরিচালক সাঈদা খানম জানান, পুনর্নির্ধারণ করা মূল্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেটমানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭৮ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এ স্বর্ণ স্মারক মুদ্রা ৭৫ হাজার টাকায় বিক্রি হতো। এ ছাড়া, স্মারক রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা দাম বাড়ানো হয়েছে।
বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে-বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ ৯২৫ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম।
উল্লেখ্য, শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে ভালোমানের সোনা ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সব রেকর্ড ছাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে। যা রবিবার (৮ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা শনিবার পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। সোনার সঙ্গে এবার দীর্ঘদিন পর রুপার দামও বাড়িয়েছে বাজুস। এর এক দিন পরই বাংলাদেশ ব্যাংক র্স্বণ ও রুপার স্বারক মুদ্রার দাম বাড়াল।
জেডএ/এমএমএ/
