লকডাউন সমাধান নয়: এফবিসিসিআই সভাপতি

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে এটি কার্যকর হচ্ছে। লকডাউন বা আংশিক লকডাউনের কথাও বলছেন কেউ কেউ। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনকে সামাধান হিসেবে মানতে নারাজ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে যে দেশ যতবেশি সময় লকডাউন দিয়েছে, তাদের অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই করোনা নিয়ন্ত্রণে লকডাউন সমাধান নয়। তাই আমাদের উচিত করোনা নিয়ে জনসচেতনতা বাড়ানো। মাস্কসহ পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।’
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
তিনি আরও বলেন, ‘এখন প্রচুর রফতানি অর্ডার আসছে। কাজও হচ্ছে। এ মুহূর্তে লকডাউন দেওয়া হলে ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাবে।’ লকডাউন না দিয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের এ নেতা বলেন, ‘করোনাভাইরাসের নতুন নতুন ধরন সৃষ্টি হচ্ছে। আগামীতে আমাদের জীবনে কোভিড একটা পার্ট হয়ে দাঁড়াচ্ছে। এটাকে নিয়েই আমাদের চলতে হবে।’
জেডএ/এসএ/
