গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওজোপাডিকোর চুক্তি সই

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ এবং ওজোপাডিকোর উপমহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন- গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।
এই চুক্তির আওতায় ওজোপাডিকোর গ্রাহকরা গ্লোবাল ইসলামী ব্যাংকের সব শাখায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ ও টোকেন সংগ্রহ করতে পারবেন।
এসময় ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ), রতন কুমার দেবনাথ, এফসিএমএ ও নির্বাহী পরিচালক (প্রকৌশল), মো. মোস্তাফিজুর রহমান এবং গে্লাবাল ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, খুলনা শাখা ব্যবস্থাপক আশরাফ আলী মুনির এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএন
