জনস্বার্থে সব তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনামন্ত্রী
মূল্যস্ফীতি আসলে খুবই টেকনিক্যাল বিষয় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে বড় করে নিউজ হয়। কিন্তু তা কমলে ভেতরের পাতায় ছোট করে নিউজ হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের দরজা সবার জন্য খোলা। জনস্বার্থে সব তথ্য প্রকাশ করা হবে।
‘বিকাশ- ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর মিলনায়তনে পেশাদার অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর আয়োজনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরির স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ১২ জন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি শারমীন রিনভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম কাদির।
সাংবাদিক সাইফুল আমিন, খাজা মঈন উদ্দিন এবং ওয়ালিউর রহমান মিরাজ জুরি হিসেবে দায়িত্ব পালন করেন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের একটি করে ক্রেস্ট ও ১ লাখ টাকার স্মারক চেক দেওয়া হয়। দেশের অর্থনীতি বিটের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে প্রতি দুই বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ।
সামষ্টিক অর্থনীতি ক্যাটাগরিতে পুরস্কার পান দৌলত আক্তার মালা, মো. হাসানুল আলম শাওন এবং মো. শাহ আলম খান, ক্যাপিটাল মার্কেট ক্যাটাগরিতে ফখরুল ইসলাম হারুন এবং আলমগীর হোসাইন, ব্যাংক ও ইনস্যুরেন্স ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান সানাউল্লাহ সাকিব তনু ও মৌসুমী ইসলাম এবং বাবু কামরুজ্জামান। অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে আরিফুর রহমান, প্রাইভেট সেক্টর ক্যাটাগরিতে যৌথভাবে জাহাঙ্গীর শাহ কাজল ও শুভঙ্কর কর্মকার, আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স ক্যাটাগরিতে মো. শফিকুল ইসলাম, এগ্রো ইকোনমি ক্যাটাগরিতে সানাউল্লাহ সাকিব তনু এবং রাজস্ব ক্যাটাগরিতে পুরস্কার পান জাহাঙ্গীর শাহ কাজল।
জেডএ/এসজি