ভোজ্যতেল খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানি

আগামী রমজান মাস উপলক্ষে ভোজ্যতেল, খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সার্কুলারের মাধ্যমে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির এ সুযোগ দেওয়া হয়েছে। যা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্চ পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মো. সারোয়ার হোসেনের সই করা সার্কুলারে অথরাইজড ডিলার্স ব্যাংকের কাছে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বর এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জেডএ/এমএমএ/
