ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
এক সময়ের নাম করা বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সম্প্রতি ভুয়া কাগজে টাকা তুলে নেওয়ার অভিযোগে সমালোচনা শুরু হলে বাংলাদেশ ব্যাংক অবশেষে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, আগেও বিভিন্ন ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। কোনো ব্যাংকে সমস্যা মনে করলেও তা ভালোভাবে দেখার জন্যই বাংলাদেশ ব্যাংক দেখভাল করার জন্য এই কাজ করে।
সম্প্রতি ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, পর্যবেক্ষকেরা তা তদারকি করবেন।
তিনি আরও বলেন, তারা বোর্ড সভায় অংশ নেবেন। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে।
উল্লেখ্য, এর আগে ঋণ অনিয়ম ও জঙ্গি অর্থায়নের আশঙ্কায় ২০১০ সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (তৎকালীন মহাব্যবস্থাপক) পদমর্যাদার একজন কর্মকর্তা ব্যাংকটির বিভিন্ন সভায় অংশ নিতে শুরু করেন। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকা অবস্থায় ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তন হলে ২০২০ সালের মার্চে ওই পর্যবেক্ষক সরিয়ে নেয় কেন্দ্রীয় ব্যাংক।
জেডএ/এমএমএ/