যমুনা ব্যাংকের মাগুরা ও লোহাগড়া শাখার উদ্বোধন

আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড একই দিনে মাগুরা শাখা ও নড়াইলের লোহাগড়া শাখার উদ্বোধন করে।
সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা দুটির উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক গ্রাহকরা।
এমএমএ/
