‘পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগকারীর সংখ্যা কম’
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬টি নির্দেশনা দিয়েছেন। যা বিশ্বে বিরল। তারপরও বাজারে জেনে-বুঝে বিনিয়োগ করা লোকের সংখ্যা কম। আমরা মানুষের কথা শুনে বিনিয়োগ করি। এটা আমাদের বড় চ্যালেঞ্জ।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সোমবার (৫ ডিসেম্বর) পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম।
ডিএসই চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে বুঝার লোক কম। এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং দক্ষ জনবলের সংখ্যাও কম। বাজারে অপর্যাপ্ত পলিসি সার্পোর্ট। উদারহণ হিসেবে তিনি বলেন, ব্যাংকের ৬-৯ সুদের হার আছে। এর অর্থ হলো আমি ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারব।
কিন্তু স্কোয়ারের মতো বড় কোম্পানিগুলো ব্যাংকে গেলে ৮ শতাংশ সুদেও ঋণ দেবে। তখন কি তারা পুঁজিবাজারে যাবে। পুঁজিবাজারে আসলে তাকে এর থেকে বেশি লভ্যাংশ দিতে হবে।
সাবেক এই সচিব বলেন, এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কেরও ঘাটতি রয়েছে। এরফলে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারিদের সুবিধা দেওয়া যায়নি। দেশের ৫১ বছরে প্রবৃদ্ধি আপ-ডাউন হয়েছে। কিন্তু গত ১০ থেকে ১২ বছরে এটা স্থিতিশলি ছিলো। এর ফল গরিব মানুষও পেয়েছে। এটা সম্ভব হয়েছে অন্তর্ভুক্তমূলক উন্নয়নের কারণে। তবে করোনার পরে একটু হেরফের হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির আকার অনুযায়ী কমোডিটি এক্সচেঞ্জ নেই। খুব তাড়াতাড়ি আমরা ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হব। আমরা ইতোমধ্যে রুলস করে বিএসইসির কাছে পাঠিয়েছি। বিএসইসি অনুমোদন দিলে আমরা আশা করছি শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে পারব।
ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সাবেক সভাপতি আজম যে চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো.মনিরুজ্জামান।
জেডএ/এমএমএ/