১০ম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় প্রথমবারের মতো ‘হ্যান্ডফিল বিডি’র স্টল নম্বর-৩৪১ (হল-ই) উদ্বোধন করা হয়েছে।
দেশীয় উৎপাদনমুখী ব্যাগের ব্র্যান্ড ‘হ্যান্ডফিল বিডি’র ম্যানেজিং পার্টনার মো. আব্দুল্লাহ আল মামুন ও নাশাদ মাহমুদ ময়ুখ স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী শনিবার (৩ ডিসেম্বর) পর্যন্ত এই জাতীয় এসএমই পণ্য মেলা চালু থাকবে।
এ সময় তারা বলেন, আমাদের কর্মীরা আর্টিসান হিসেবে দক্ষ, আমাদের দেশীয় চামড়া ও জুট উন্নতমানের। আমাদের উৎপাদিত পন্যের চাহিদা থাকায় আমরা বিদেশেও রপ্তানি করি। বিদেশি ব্র্যান্ড আমাদের পণ্যের প্রসংশাও করে থাকে। শুধু দরকার প্রয়োজনীয় সহযোগীতা ও সহজ ব্যবসার পরিবেশ, যাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প আরও বেগবান হতে পারে।
‘ফিল দ্য বেস্ট’ এই স্লোগানকে সামনে রেখে ‘হ্যান্ডফিল বিডি’ দেশীয় উৎপাদিত পন্য দেশে ও বিদেশে প্রসার ও প্রচারে কাজ করে যাচ্ছে শত প্রতিকূলতাকে অতিক্রম করে। ২০১৮ সাল থেকে হ্যান্ডফিল বিডি নিজস্ব ফ্যাক্টরিতে চামড়াজাত, জুট, ফেব্রিক্স ও সিনথেটিক লেদার দ্বারা তৈরি বিভিন্ন ধরনের পণ্য (ব্যাগ, মানিব্যাগ ও বেল্ট) ইতালী,জার্মানি, আমেরিকা, ও জাপানে রপ্তানি করে থাকে। দেশীয় ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে প্রথমবারের মতো মেলায় আমাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রীর ব্যবস্থা করেছি।
এমএইচ/এমএমএ/