গ্লোবাল ইসলামী ব্যাংকের সেকেন্ডারি মার্কেটে যাত্রা শুরু

ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে সেকেন্ডারি মার্কেটে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর)‘সেলিব্রেশন অব ডেব্যু ট্রেডিং অ্যান্ড রিং দ্যা বেল’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার।
এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, কোম্পানি সেক্রেটারি মো. মনজুর হোসেন, ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, ইফতেখার আলম,প্রধান নির্বাহী, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিজিএম হাসনাইন বারি, সেটকম আইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা উপস্থিত ছিলেন।
এসএন
