রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এজেন্ট ব্যাংকিং: কোনো ঋণ দেয়নি ১৩ ব্যাংক

সুবিধাবঞ্চিত এলাকার জনগণের জন্য বাংলাদেশ ব্যাংক ৩১টি ব্যাংককে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দিয়েছে। তাদের ঋণ প্রদান, আমানত জমা ও রেমিট্যান্স প্রদানের সুযোগও দেওয়া হয়েছে। শুরু থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এ ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন গ্রাহককে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৫ হাজার ৫৬৮ কোটি টাকা বা প্রায় ৬৩ শতাংশ ঋণ দিয়েছে। এরপরে সিটি ব্যাংক ঋণ দিয়েছে প্রায় ১৩ শতাংশ। তবে সোনালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্টসহ ১৩টি ব্যাংক এক পয়সা ঋণ দেয়নি প্রায় এক দশকে।

বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের হালনাগাদ এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশের শহরাঞ্চলে ব্যাংকিং সেবার সুযোগ থাকলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ সেবার বাইরে থাকছে। তাই অল্প ব্যয়ে প্রচলিত শাখার পাশাপাশি ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিংয়েও অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজারের বেশি। এজেন্টের সংখ্যা হচ্ছে প্রায় দেড় হাজার ও আউটলেটের সংখ্যা ২ হাজার ৬৭টি।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২৯টি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ছিল। এক বছরের ব্যবধানে গত সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে ৩১টি ব্যাংককে এ সেবার অনুমোদন দেয়। এসব ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আমানত জমা হচ্ছে, ঋণ বিতরণ হচ্ছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ কোটি ৬ হাজার ৬২৯ কোটি টাকা। যা গত জুন পর্যন্ত ছিল ৯৭ হাজার কোটি টাকার বেশি। তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ৭ হাজার ৩৮০ কোটি টাকা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। আর এক বছরের ব্যবধানে বেড়েছে ৩১ হাজার ৮০৩ কোটি টাকা বা ৪২ দশমিক ৫০ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতও জমা হয়েছে ৩০ হাজার ৬৬৩ কোটি টাকা। গ্রামে জমা হয়েছে ২৪ হাজার ২১০ কোটি টাকা। ৫টি ব্যাংকে প্রায় ৮৬ শতাংশ আমানত জমা হয়েছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি জমা হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ১২ হাজার ৩৮১ কোটি টাকা বা ৪০ দশমিক ৩৮ শতাংশ, এরপরে ডাচ বাংলা ব্যাংকে ১৫ দশমিক ২৭ শতাংশ।

এসব আমানত থেকে ৩১টি ব্যাংকের মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি ব্যাংক ঋণ দিয়েছে ৮ হাজার ৮৮০ কোটি টাকা। এরমধ্যে ব্র্যাক ব্যাংকসহ ৫টি ব্যাংক ঋণ দিয়েছে প্রায় ৯৭ শতাংশ। তার মধ্যে সর্বোচ্চ ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক ৫ হাজার ৫৬৪ কোটি টাকা। এরপরে সিটি ব্যাংক ১ হাজার ১৪৪ কোটি টাকা বা ১২ দশমিক ৭৯ শতাংশ, ব্যাংক এশিয়া ১ হাজার ১৯ কোটি টাকা বা ১১ দশমিক ৪৭ শতাংশ, ডাচ বাংলা ব্যাংক ৫২০ কোটি টাকা বা ৫ দশমিক ৮৬ শতাংশ এবং আল আরাফা ইসলামী ব্যাংক ৩৪৮ কোটি টাকা বা ৩ দশমিক ৯৩ শতাংশ ঋণ দিয়েছে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, আমানত থেকে গ্রাহকদের ১৯টি ব্যাংক ঋণ দিয়েছে। তবে প্রায় এক দশকে এক পয়সাও ঋণ দেয়নি সোনালী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মেঘনা, সাউথইস্ট এবং সাউথ বাংলা এগ্রি অ্যান্ড কমার্স ব্যাংক।

এসব ব্যাংক গ্রামাঞ্চলে ৫ হাজার ৭৪৪ কোটি টাকা ঋণ দিয়েছে। আর শহরে ঋণ দেওয়া হয়েছে ৩ হাজার ১৩৭ কোটি টাকা। এরমধ্যে পুরুষদের ঋণ দেওয়া হয়েছে ৭ হাজার ৭ কোটি টাকা। বাকি ১ হাজার ৭৮০ কোটি টাকা ঋণ নারীসহ অন্যদের দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনার ধকল না কাটতেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়েছে। এ জন্য সরকার বিভিন্নখাতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে। তা আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংকও কম ব্যয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত লোকদের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবার দিকে নজর দিয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রথমে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং সুবিধায় আনতে বিভিন্ন ব্যাংককে অনুমোদন দেয়। বর্তমানে ৩১টি ব্যাংককে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও কয়েকটি আবেদন করেছে। তাদের অনুমোদন প্রক্রিয়াধীন।

সার্বিক ব্যাপারে জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ ঢাকাপ্রকাশ-কে বলেন, ব্যাংকগুলো শর্ত মেনে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন নিয়েছে। তারা ঋণ, আমানত ও রেমিট্যান্সের ব্যাপারে কাজ করবে এটাই স্বাভাবিক। অনেকে ঋণ দিলেও ১৩টি ব্যাংক কেন ঋণ দেয়নি তা পর্যবেক্ষণ করে বলতে হবে।

সোনালী ব্যাংক কোনো ঋণ না দেওয়ার ব্যাপারে জানতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক মো. আফজাল করিমের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন না ধারায় কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

জেডএ/এসএন

Header Ad

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ (রোববার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহেমেদ। একই সঙ্গে তিনি প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (অভ্যন্তরীণ অঙ্গনে) সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১ মার্চ তিনি দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন ও ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।

Header Ad

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষভাগ থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের যুব এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম। টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা আজ (রোববার) সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে।

ওই বহরে স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজেমেন্টের সদস্যরাও রওয়া হয়েছেন বিশ্বকাপের আয়োজক দেশটির উদ্দেশ্যে। এর আগে গত বৃৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছিল বিসিবি। নেতৃত্ব পাওয়া আজিজুল হাকিম তামিম এশিয়া কাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তার।

এবারের যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :
জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।


অতিরিক্ত– কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

Header Ad

আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামবো।’

ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কথাগুলো বলেন তিনি ।

জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।

তিনি বলেন, জেন-জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পারে, তারা অলস নয়।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি, যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে সে প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এ আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই যেন এ বিষয়ে সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ,সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এ সুযোগ যেন কেউ নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি, আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান শহিদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার পাশাপাশি শহিদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া