‘পণ্যের নকল এড়াতে কোম্পানিগুলোকে সতর্ক হতে হবে’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান নকল পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘কোম্পানির পণ্য যেন নকল করা না হয় সে বিষয়ে কোম্পানিগুলোকে সতর্ক ও সচেতন হতে হবে।’
মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও লিডস করপোরেশন লিমিটেডের সহযোগিতায় জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে ‘দ্রব্যসামগ্রী নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল্যুশন শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিডস করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হামাল জর্জসহ মেঘনা গ্রুপ, সিটি, প্রাণ, এসিআই গ্রুপ, পোলার, নেসলে, আড়ং, মিল্ক ভিটা, ব্রাক, ইফাদ, ডান ফুডের প্রতিনিধিরা।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, নকল পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধের বিষয়ে সর্তক থাকতে হবে। বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, কোম্পানির পণ্য যেন নকল করা না হয় সে বিষয়ে কোম্পানিগুলোকে সতর্ক ও সচেতন হতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় নকল পণ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ, মোড়কজাত নীতিমালা অনুযায়ী পণ্যের গায়ে এমআরপি প্রদান এবং আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারকের সিল প্রদানের বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় আরও বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্য বিশেষ করে ওষধ, কসমেটিকস, শিশু খাদ্য এবং ইলেকট্রনিক পণ্য নকল করে বিক্রি করছে। কাজেই কোম্পানিকে সর্তক থাকতে হবে।
জেডএ/এসজি