মেগা প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা প্রকল্প না করে ক্ষুদ্র, গ্রামীণ বা জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মেগাপ্রজেক্ট করা যাবে না, তবে ক্ষুদ্র, গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পে কোনো আপস করা যাবে না।’
যেকোনো বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি দেশের সর্বত্র অনাবাদি জমি চিহ্নিত করে চাষের জন্য প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন ‘উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবকে জেলা প্রশাসকদের সহায়তায় অনাবাদী জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী চলমান বিশ্ব মন্দার মধ্যে সবাইকে মিতব্যয়ী হতে এবং অপচয় বন্ধ করতেও বলেছেন।
এমএ মান্নান আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিলাসী প্রকল্প নেওয়া যাবে না। উন্নয়ন প্রকল্পে যেভাবে নজরদারি করা হচ্ছে তা আরও বাড়াতে হবে। বড় প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ের গভীরভাবে দেখতে হবে।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, দুনিয়াব্যাপী মন্দা চলছে, অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চাল, ডাল, সবজিসহ নিত্যপণ্যে সহায়তা দেওয়া হবে।
সভায় প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম,পরিকল্পনা সচিব মামুন-আল রশীদসহ বিভিন্ন সচিব উপস্থিত ছিলেন।
জেডএ/এনএইচবি/এমএমএ/