খুলনা শিপইয়ার্ড সড়ক উন্নয়নসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৩৯২ কোটি, বৈদেশিক অর্থায়ন ৩২২ কোটি এবং সংস্থার অর্থায়ন হচ্ছে ২৬৭ কোটি টাকা।
মঙ্গলবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো- ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ সাবরাং ও জালিয়ার দ্বীপ) অংশের জোটসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রকল্প, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রন্ত সড়ক অবকাঠামোসহ অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর সার্ভিস প্যাসেজসমূহের উন্নয়ন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকার বৈদ্যুতিক-যান্ত্রিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ জন্যান্য উন্নয়ন কাজ, বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ (১ম সংশোধিত) এবং নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া, সভায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরন, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ (আন্তঃখাত সমন্বয়কৃত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় ‘শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন’ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।
জেডএ/এমএমএ/