ব্যাংকের নতুন লেনদেন সময় ১০টা থেকে সাড়ে ৩টা

সরকার ১৫ নভেম্বর থেকে অফিসে নতুন সময়সূচি পরিবর্তন করায় বাংলাদেশ ব্যাংকও ব্যাংকের অফিসের ও লেনদেনের নতুন সময় নির্ধারণ করে দিয়েছে।
আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ (ডস) থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
ডসের পরিচালক মো, আবদুল হান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়েছে, সরকারঘোষিত অফিস সময়সূচি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।
আর সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ ২০১৯ সালের ৫ আগস্টের সার্কুলার অনুযায়ী আগের মতোই সব সময় খোলা থাকবে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে ব্যাংক।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো।
জেডএ/এমএমএ/
