যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ
বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে বাণিজ্যের নামে অর্থ পাচার হচ্ছে। এই অর্থ ফেরাতে চুক্তি চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এ বিষয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস।
প্রতিবেদনে ১০ দেশের সঙ্গে চুক্তির কথা বলা হয়েছে। দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হংকং এবং চীন।
এই দেশগুলোর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ) চুক্তির কথা বলা হয়। কোন কোন দেশের সঙ্গে চুক্তি করতে হবে তা জানাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএফআইইউকে অনুরোধ করলে এই আবেদন করা হয়। কারণ পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্পর্কিত মামলার তথ্য-প্রমাণ বিদেশি রাষ্ট্র থেকে যথাসময়ে পাওয়া যেত না।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিবছর ট্রেডের (বাণিজ্য) নামে অর্থ পাচার হচ্ছে। তবে কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এর কোনো সুনির্দিষ্ট অঙ্ক বাংলাদেশ ব্যাংকের কাছেও নেই। এই চুক্তি কার্যকর হলে সুইস ব্যাংকসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা সহজ হবে।
জেডএ/এসজি