মার্কেন্টাইল ব্যাংক ও প্রাণ-আরএফএলের চুক্তি
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মঙ্গলবার এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এ চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশিন প্রধান মো. মুকিতুল কবীর ও হেড অফ মোবাইল ব্যাংকিং ডিভিশন এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশন দর্পন কান্তি রায়, হেড অফ মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও এবং প্রাণ-আরএফএল এর উপব্যবস্থাপক, করপোরেট ফাইন্যান্স ফারজানা রহমান, উপব্যবস্থাপক, করপোরেট ফাইন্যান্স এটিএম ইমতিয়াজ আহমেদ, সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, করপোরেট ফাইন্যান্স আফসার দিওয়ান আবিদ, সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, করপোরেট ফিন্যান্স মৌসুমী খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সার্ভিসেস ‘মাইক্যাশ’ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড এর সেলস সেন্টার এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন ক্যাশ পয়েন্টে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করবে।
জেডএ/এমএমএ/