মূল্যস্ফীতি বেড়ে আগস্টে ৯.৫২, সেপ্টেম্বরে কমে ৯.১০ শতাংশ
জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৮ শতাংশ থাকলেও এক মাসের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। আগস্টে দেশে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। তবে গত সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ১০ শতাংশ হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির এ হিসাব একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে। আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তবে এখন মূল্যস্ফীতি কমতির দিকে। সামনে আরও কমবে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। ২০১০-১১ অর্থবছরে ১০ দশমিক ৯২ শতাংশ ছিল। যা সর্বোচ্চ। এরপর বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় আস্তে আস্তে কমে ৭ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে আসে। বর্তমানে দেশে মূল্যস্ফীতি বেশি মনে হলেও তা ভারতের চেয়ে কম। কারণ ওই দেশে ফ্রেশ ফুডে ১১ শতাংশ আর ফুডে ৯ শতাংশ মূল্যস্ফীতি।’
তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মুদ্রার সরবরাহ বাজারে কমানো হয়েছে। তবে বিনিয়োগ যাতে কমে না যায় সেদিকে নজর রাখা হয়েছে।’
জেডএ/এসজি