ঢাকা দক্ষিণ সিটির খাল সংস্কারসহ ৬ প্রকল্প অনুমোদন
ঢাকা দক্ষিণ সিটির তিনটি খাল সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। এটিসহ একনেক সভায় ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ১৯ কোটি টাকা।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
দক্ষিণের খাল অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, মান্ডাখাল, জিরানীখালসহ তিনটি খাল সংস্কার করা হবে। কারণ এই খালের চেহারা খুবই খারাপ। ছবি দেখেই শরীর কাঁপছে। তাই গুরুত্ব বিবেচনা করে ৮৯৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনে শেষ করতে হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ। ২০২৪ সালের জুনে এটি শেষ করতে হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি টাকা। হানিফ ফ্লাইওভার থেকে পদ্মা সেতু পর্যন্ত পরিবহনের গতি নিয়ন্ত্রণে সড়কে ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেমের জন্য ১২২ কোটির টাকা ব্যয় করার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫ সালে এ প্রকল্পের কাজ শেষ করতে হবে।
সভায় বঙ্গবন্ধুর স্মৃতিময় স্থানে সহজে ও নিরাপদে যাতায়াত করতে ঘোনাপাড়া থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ সড়কাংশ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২৫ সালের মধ্যে ৩৪৭ কোটি টাকা ব্যয় করতে হবে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধকল্পে নদী তীর সংরক্ষণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পে ৫৫২ কোটি ব্যয় করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সভায় সারের উৎপাদন বৃদ্ধি করতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার সংশোধিত প্রকল্পটিরও অনুমোদন দেওয়া হয়েছে। তাতে ৫ হাজার ৩৯ কোটি টাকা বৃদ্ধি করে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা। সময় বৃদ্ধি করা হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত।
জেডএ/এসজি