বিনিয়োগে প্রতিবন্ধকতার সমাধান করতে হবে
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘জাপানি বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।’
উৎপাদন খরচ কম হওয়াই বিনিয়োগ আগ্রহ বাড়ছে। তবে এখনো দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তা দ্রুত সমাধান করতে হবে। শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাসসহ অন্যান্য বিনিয়োগ সেবাগুলো সহজেই প্রদান করতে হবে। তাহলে দেশে আরও বেশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে।.
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বেজা ও জেট্রোর যৌথ আয়োজনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সোমবার (১০ অক্টোরব) আগারগাঁওয়ে বিডার মাল্টিপার পাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো বলেন, ‘জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। পরবর্তীকালে এ ধারা অব্যাহত থাকবে। এ সময়ে তিনি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ।
অনুষ্ঠানে জেট্রো’র বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বলা হয়, ১৯৭৩ সাল থেকে বর্তমানে জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। ৬৮ শতাংশের বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা আরও প্রসার করতে চায়।
অনুষ্ঠানে বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা ১০০টির মত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের ইকনোমিক জোনগুলো বিনিয়োগের জন্য সব সুযোগ সুবিধা নিয়ে তৈরি আছে।’
অনুষ্ঠানে জেট্রোর নিউ দিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাসি সুজুকি, বিডা’র নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিনসহ অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএ/এমএমএ/