পাম তেলে কমলেও বাড়ল চিনির দাম
ফাইল ছবি
সয়াবিন তেলের দাম কমানোর পর এবার সরকার পাম তেলের দামও লিটারে ৭ টাকা কমিয়েছে। ফলে এক লিটার তেল এখন বিক্রি হবে ১২৫ টাকা দরে। আগে যা ছিল ১৩৩ টাকা। তবে পামের দাম কমালেও খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে বাড়ানো হয়েছে ৬ টাকা।
নতুন দর অনুযায়ী, খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হবে, আগে যা ছিল কেজিতে ৮৪ টাকা। আর প্যাকেট চিনি ৯৫ টাকা দরে বিক্রি হবে, আগে যেটা ছিল ৮৯ টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) চিনি ও পাম তেলের দাম পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর প্রথম চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ওই সময় পাম তেলের দাম লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়। আগে যা ছিল ১৪৫ টাকা। অর্থাৎ কমানো হয় ১২ টাকা। অন্যদিকে প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয় ৮৯ টাকা। আর খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা নির্ধারিত হয়।
কিন্তু সরকার ঘোষিত দামের প্রভাব বাজারে দেখা যায়নি। কারণ এখনো খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে না পেলেও আমরা কীভাবে বিক্রি করব?
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ৯ পণ্যের দাম বেঁধে দেওয়া হবে। এগুলো হচ্ছে- ভোজ্যতেল, চিনি, রড, সিমেন্ট, চাল, আটা, ময়দা, মসুর ডাল এবং ডিম। পরে শুধু চিনি ও পাম তেলের দাম বেঁধে দেওয়া হয়। কিন্তু তা বাজারে কার্যকর হয়নি। কারণ এখনো বিভিন্ন বাজারে খোলা চিনির কেজি ৯০ টাকা ও প্যাকেট চিনি ১০০ টাকার নিচে পাওয়া যায় না।
জেডএ/এসজি