বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ব্যাংকগুলোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ

এজেন্ট ব্যাংকিং থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং, কৃষিঋণ, আমানত জমাসহ প্রায় সব খাতেই বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে ৫০ হাজারের বেশি অভিযোগ পড়েছে বাংলাদেশ ব্যাংকে। করোনাকালে এই অভিযোগ বেড়েছে। এক বছরের ব্যবধানে অভিযোগ বেড়েছে ২৭ শতাংশ। দুই বছরের ব্যবধানে এই অভিযোগ সব রেকর্ড ছাড়িয়ে হয়েছে ৮৭ শতাংশ।

গ্রাহকরা ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৬৩৩টি অভিযোগ করলেও বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৭৯৮টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে।

অথচ ব্যাংকিং সেবা ভালোভাবে নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে গাইডলাইন ও সার্কুলার ইস্যু করছে। তারপরও গ্রাহকরা ব্যাংকগুলো থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং সেবার বিভিন্ন জায়গায় গ্রাহকদের হয়রানির শিকার থেকে রক্ষা করা, আর্থিক খাতের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখা ও গ্রাহক স্বার্থ সংরক্ষণে সর্বপ্রথম ২০১১ সালে একটি ‘হেল্পডেস্ক’ চালু করা হয়। পরে গ্রাহকের কথা আরও বেশি করে আমলে নিয়ে ‘গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র” থেকে সর্বশেষ ২০১২ সালে ‘ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) ‘ নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ গঠন করা হয়। সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সময় এই উদ্যোগ নেওয়া হয়। তিনি প্রতি বছর গ্রাহক অভিযোগের তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করতেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক সেবার মানকে নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কিন্তু বিভিন্ন ব্যাংকের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু পুরোপুরি প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকে তাদের অভিযোগ জানাতে থাকেন।

জানা গেছে, অভিযোগের মাধ্যমেই ফেরদৌসি জামান নামে এক গ্রাহক তার একটি সঞ্চয়ী হিসাবের প্রায় ৬ কোটি ৬১ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৫৬ লাখ টাকা ফেরত পান। কারণ তিনি ২০১৬ সালে বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা রাখেন। কিন্তু ব্যাংকের তৎকালীন অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সেন্টার ম্যানেজার সরওয়ার তা বিভিন্নভাবে তুলে নেন। ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও জালিয়াতির মাধ্যমে টাকা খোয়া যাওয়ার কথা বলেন। কিন্তু তা ফেরত দিতে গড়িমসি করেন। বাধ্য হয়ে ফেরদৌসি জামান বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন। এতে নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক। তারা বিভিন্নভাবে তদন্ত করে জানতে পারে গ্রাহকের অজান্তেই চারটি চেক বই ব্যবহার করে ওই গ্রাহকের সব টাকা সরওয়ার উত্তোলন করেন।

জানা গেছে, এভাবে গ্রাহক স্বার্থ সংরক্ষণ প্রতিষ্ঠার পর যে কেউ প্রতারিত হয়ে অভিযোগ করলেই তার প্রতিকার পাচ্ছেন। প্রতি বছর সেই অভিযোগের তথ্য নিয়ে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। সর্বশেষ ২০১৮-২০১৯ বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে জানানো হয়েছে ২০১১ সাল হতে ২০১৯ সালের জুন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ৩৪ হাজার ৬৭৮টি অভিযোগ পড়ে বাংলাদেশ ব্যাংকে।

একইভাবে বাংলাদেশ ব্যাংকে ২০১৯-২০ অর্থবছরে অভিযোগ পড়ে ৩ হাজার ৬৩৩টি। এরমধ্যে নিষ্পত্তির হার ১০০ শতাংশ। ২০-২১ অর্থবছরে ৪ হাজার ৯৭৪টি অভিযোগ পড়ে। নিষ্পত্তি হয়েছে ৯৯ দশমিক ৫২ শতাংশ। আর সর্বশেষ বিদায়ী অর্থবছরের (২০২১-২২) জুন পর্যন্ত অভিযোগ জমা পড়ে ৬ হাজার ৭৯৮টি। নিষ্পত্তির হার ৯০ দশমিক ৭১ শতাংশ। এক বছরের ব্যবধানে অর্থাৎ গত জুন পর্যন্ত অভিযোগ বেড়েছে ১ হাজার ৮২৪টি বা ৩৭ শতাংশ। আর (২০১৯-২০২০ থেকে ২০২১-২০২২) দুই বছরের ব্যবধানে অভিযোগ বেড়েছে ৩ হাজার ১৬৫টি বা ৮৭ শতাংশ। এভাবে শুরু থেকে গত জুন পর্যন্ত এই অভিযোগ ৫০ হাজার ছাড়িয়েছে। টেলিফোন, সরাসরি, পত্র বা ই-মেইলের মাধ্যমে এসব অভিযোগ করা হয়।

কিন্তু আগে প্রতিবেদন আকারে প্রকাশ করা হলেও গত তিন অর্থবছর ধরে তা আর প্রকাশ করছে না বাংলাদেশ ব্যাংক। আবার নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পর থেকে তথ্য প্রদানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে অনেক কর্মকর্তারা ভয় ও আতঙ্কে রয়েছেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলার পরও অনেক কর্মকর্তা ভয় পাচ্ছেন তথ্য দিতে। কারণ সম্প্রতি পরিচালক থেকে শুরু করে কয়েকজন নির্বাহী পরিচালককেও এক ডেপুটি গভর্নর সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ফলে কোন ব্যাংকের বিরুদ্ধে কত অভিযোগ তা জানা যায়নি। অথচ আগে মুখপাত্র বলার পর কর্মকর্তারা তথ্য সরবরাহ করতেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, গত তিন বছরে অভিযোগ পড়েছে ১৫ হাজার ৪০৫টি। নিষ্পত্তিও করা হচ্ছে। এই হার গড়ে ৯৭ শতাংশ। সব অভিযোগেরই প্রতিকার গ্রাহকরা যেন পান আমরা সেই চেষ্টা করছি। কেউ অভিযোগ করলেই তার প্রতিকার মিলছে।

উল্লেখ্য, ব্যাংকগুলোতে গ্রাহক সেবা ও তাদের অভিযোগ নিষ্পত্তির জন্য ২০১৪ সালের ১৩ জুলাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘গ্রাহক সেবা ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক একটি নীতিমালা জারি করা হয়। সেই আলোকে কোনো গ্রাহক অভিযোগ করলে তার প্রতিকারের ব্যবস্থা করা হয়।

এনএইচবি/এসএন

 

Header Ad

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে আটক হওয়া ওই চালক ও হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

Header Ad

বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল

বক্তব্য রাখছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

একুশ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, মহড়ার মূল উদ্দেশ্যে হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা এবং এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাসান মাহমুদ খাঁন বলেন, বিমানবাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে ও জলে যে কোন আঘাত প্রতিহত করা। এছাড়াও দেশের যে কোন প্রয়োজনে ২৪ ঘন্টা, ৭ দিন সবসময় আমরা প্রস্তুত থাকি।

এদিকে, মহড়ায় শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে দুটি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেসকিউ হেলিকপ্টার অংশ নেয়। এরপর মহড়ায় যোগ দেয় এফ সেভেন বিজিআই ও  মিগ ২৯সহ পাঁচটি যুদ্ধ বিমান।

এসময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। পরে মিগ ২৯ যুদ্ধ বিমান বিমানবাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন মন্ত্রাণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম।

এদিকে, ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ।

পোস্টে তিনি লিখেন, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ